|
---|
নিজস্ব প্রতিনিধি, তমলুক:
সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলা জুড়ে চলছে উচ্চমাধ্যমিক পরিক্ষা ৷ কিছুদিন আগে বৃষ্টির নিম্নচাপ থাকায় সমস্যা হয়েছে কিছু ছাত্রছাত্রীর ৷ হঠাৎ আজ নিমতৌড়ি কুলবেড়্যা ভীমদেব আর্দশ বিদ্যাপীঠ ঘোষনা করেন যে সমস্ত ছাত্রীছাত্রীদের ৯:১৫মিনিটের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে ৷ তারপর ঝামেলা শুরু হয় যে যদি কোনো ছাত্রী ৯:১৫ মিনিটে না আসতে পারে তাহলে তার পরিক্ষা কী বাতিল হবে , না তাকে পরিক্ষা দিতে দেবে না ৷
অভিবাভকেরা বলেন যে এখন রাস্তাঘাটের যাতায়াতের সমস্যা খুব ৷ তাই সবাই ওই সময়টাকে মেনে নিতে পারছেন না ৷ খবর সূত্রে আমাদের প্রতিনিধি শেখ আরেফুল বলেন যে , অনান্য স্কুলে সময়সীমা জানানো হয়নি যে ৯:১৫ মিনিটে প্রবেশ করতে হবে ৷ কিন্তু কুলবেড়্যা ভীমদেবপুর আদর্শ বিদ্যাপীঠ ঘোষনা করলেন কেন ?
এই নিয়ে অনেক জনগনের প্রশ্ন ৷ সময়টা যদি ৯:১৫ হয় তাহলে ছাত্রছাত্রীরা কোনো কারণ বসত বিদ্যালয়ে ৯:১৫ পৌছাতে পারেন নি ৷ তাহলে পরিক্ষার্থী পরিক্ষার হলে বসতে পারবে না ৷ জনগনের দাবী যে সকল পরিক্ষার্থী যাতে ভালোভাবে পরিক্ষা দিতে পারে তার ব্যবস্থা করুন ৷