|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া: ভাগীরথী নদীতে মাঝির বরাতে মিললো কুড়ি কেজি ওজনের বিরল প্রজাতির মাছ ভাগীরথী নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পরল প্রায় কুঁড়ি কেজি ওজনের এক বিরল প্রজাতির মাছ। তবে মাছটির গায়ে ভারতীয় জাওয়ানদের পোশাকের ছাপ থাকায় মৎস্যজীবীরা মাছটির নাম দিয়েছেন মেলেটারি মাছ।
ঘটনাটি শান্তিপুর স্টিমার ঘাট ভাগীরথী নদীতে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো মৎস্যজীবীরা মাছ ধরতে জাল পাতে নদীতে, জাল টানার সময় লক্ষ্য করেন একটি১০ কেজি ওজনের রুই মাছ জালে বেঁধে রয়েছে। এরপরই মৎস্যজীবীদের নজরে পড়ে জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি মাছ, জাল টেনে নৌকায় তুলতেও হিমশিম খায় মৎস্যজীবীরা।নৌকায় তোলার পর দেখা যায় মাছটির গায়ে মেলেটারি পোশাকের ছাপ। মৎস্যজীবীরা জানান মাছটির ওজন প্রায় কুড়ি কেজি স্বভাবতই এই ধরনের মাছ এর আগে কখনো ভাগীরথী নদীতে দেখা যায়নি। খবর ছড়াতেই স্টিমার ঘাট এলাকার এক বাসিন্দা মাছটি কিনে নেন প্রতি কেজি 200 টাকা করে। বিরল প্রজাতির এই মাছটিকে দেখার জন্য স্থানীয়রাও ভিড় জমান ভাগীরথী নদীর ধারে।