|
---|
নতুন গতি প্রতিবেদক : মগরাহাট পশ্চিমের অর্থাৎ উস্থি থানা এলাকার শিরাকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজারহাট মুরগিহাটায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা মহাশয়, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রহিম মোল্লা ও উক্ত বাজার কমিটির সভাপতি রাজকুমার দত্তের উপস্থিতিতে আবার একটি নুতন শৌচালয়ের শুভ উদ্বোধন কার্য অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিধায়ক সাহেব বাজার কমিটির সাথে মুরগি হাটার বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু মৌখিক বক্তব্য রাখেন এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রহিম মোল্লা মহাশয় বাজার কমিটি ও উপস্থিত জনগনকে নিয়ে শৌচালয়ের গুরুত্ব ও পরিচ্ছন্নতার উপর কিছু বক্তব্য রাখেন ।অবশেষে ভিন্ন ধর্মীয় উপস্থিত বাজারের সকল ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দেন।