আগুনে পোড়া কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:- গম ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের আগুনে পোড়া কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহরি থানার দৌলতপুর রেল ব্রিজের পাশে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা গম ক্ষেতে আগুনে পোড়া কঙ্কাল দেখতে পেয়ে ভিড় জমান। দীর্ঘক্ষণ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করেন গ্রামবাসীরা। কিন্তু মৃতদেহ শনাক্ত করতে ব্যর্থ হন তাঁরা।পরে খবর দেওয়া হয় বংশীহারি থানার পুলিশকে। তড়িঘড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি। স্থানীয়দের অনুমান, আগুনে পুড়িয়ে দেহ তাদের গ্রামে ফেলে দেওয়া হয়েছে। খুন করা হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।