|
---|
হামিম হোসেন মণ্ডল, নওদা : ১৯ জানুয়ারি, মুর্শিদাবাদ জেলার নওদা চক্রের সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমদের নিয়ে ৪২ তম নওদা চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমতলা উচ্চ বিদ্যালয় ময়দানে। এবারই প্রথম কেবল জন্মতারিখের ভিত্তিতে তিনটে বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হলো। গ বিভাগে জন্মতারিখ রাখা হয়েছে ১ জানুয়ারি ২০১২ থেকে তারপর, খ বিভাগে জন্মতারিখ ১ জানুয়ারি ২০১৪ থেকে তারপর এবং ক বিভাগে জন্মতারিখ ১ জানুয়ারি ২০১৬ থেকে তারপর হিসেবে। এর আগে উচ্চতার ভিত্তিতে প্রতিযোগিদের বিভাগিকরণ করা হতো। ফলে অনেকক্ষেত্রে জটিলতাও দেখাগেছে। অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েও চক্রে মাপে বাদ পড়ার ঘটনাও দেখাগেছে কেদারচাঁদপুর-দুইয়ে। এবার সেই সমস্যা না থাকলেও কাগজ তৈরি নিয়ে একটু সমস্যা দেখা গেছে। শ্রেণি হিসেবে প্রতিযোগিতা হয় না।
তবে, করোনা ও লকডাউন কাটিয়ে এই প্রথম স্কুল ক্রীড়া প্রতিযোগিতা পেয়ে সভাবতই খুব উচ্ছ্বাসীত কচিকাঁচা থেকে পরিচালনাকারী শিক্ষকরা। এবারে ক্রীড়া প্রতিযোগিতায় সূচিতে ছিল দৌড়, দীর্ঘ ও উচ্চ লম্ফনের সঙ্গে যোগা, জিমন্যাস্টিক। সেসঙ্গে যোগ হয়েছে ফুটবল ছোড়া প্রতিযোগিতা। বোসে দুই পা সামনে ছড়িয়ে দুই হাতে ৫ নম্বর ফুটবল ধরে ছুড়তে হলো ক্ষুদে প্রতিযোগিদের। গত বিধানসভা নির্বাচনি প্রচারের সময় দেখাগেছে সভামঞ্চ থেকে হুইল চেয়ারে বোসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুটবল ছুড়তে। বিশেষজ্ঞরা মনে করছেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয় শিক্ষা দফতর এহেন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভাবন ঘটিয়েছে।
এদিন ক্রীড়া ময়দানে সর্বক্ষণ উপস্থিত ছিলেন নওদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জেবুন্নেসা খাতুন। উপস্থিত ছিলেন নওদা ব্লক স্বাস্থ্য আধিকারিক সফিকুল ইসলাম, সমিতি শিক্ষা আধিকারিক বীরেশ্বর মণ্ডল, নওদা ব্লকের মিড-ডে মিলের আধিকারিক রমেন মণ্ডল প্রমুখ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাবৃন্দ।
বিভিন্ন সময়ে মঞ্চের শোভা বাড়িয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার প্রমুখ জন প্রতিনিধিরা।
এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি দুই জন করে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হলো।
প্রথমদের নিয়ে ২১ জানুয়ারি হরিহড়পাড়ায় কিষাণ মাণ্ডির ময়দানে ৪২ তম মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।