কর্মসচিবকে ঘেরাও করে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের

নতুন গতি নিউজ ডেস্ক: চরম পর্যায়ে পৌঁছে গেল বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ। অফলাইনের পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখালেন আন্দোলনকারী পড়ুয়ারা। সারারাত ঘেরাও করে রাখা হয় কর্মসচিবকে।

    টানা ২০ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তিনি ঘেরাওমুক্ত হলেন। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ঘেরাও তুলে নিলেও আন্দোলনকারী ছাত্রদের দাবি সমস্যার সমাধান না হলে আন্দোলন চলতে থাকবে।

    জানা যায়, বিশ্বভারতী কর্মসচিব আশিস আগরওয়াল নিজে শিব ভক্ত। আজ শিব চতুর্দশী। তাই শিবের পুজো দিতে চেয়ে ভোরবেলা বাইরে বেরতে চান। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ছাড়তে নারাজ। বহুবার অনুরোধ করেও ঘেরাওমুক্ত হননি তিনি। ফলে সকালের দিকে দেখা যায়, কর্মসচিব আশিস আগরওয়াল শিবের নাম করতে করতে মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছেন! এভাবেই তিনি কেন্দ্রীয় অফিসের বাইরে বেরনোর চেষ্টা করেন। তাঁকে আটকাতে ছাত্ররাও মাটিতে শুয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ছাত্রছাত্রীরা সাফ জানিয়ে দেন, তাঁদের দাবি না মানলে এই ঘেরাও চলবে। তবে পরবর্তীতে কর্মসচিব ঘেরাওমুক্ত হন। ততক্ষণে পেরিয়ে গিয়েছে ২০ ঘণ্টা।

    বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।