|
---|
আজাহারউদ্দিন : হাওড়া জেলার নাউল শ্যামপুর এলাকায় কে এফ সি ট্রাস্টের উদোগে গুণীজন সংবর্ধনা,রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, কৃতী ছাত্র ছাত্রী দের সংবর্ধনা ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।সভায় উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক আব্দুল গনি,কে জি এন মার্বেল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, মানব বন্ধন মঞ্চের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সাবির আহমেদ চৈধুরী,সংবাদ টিভির কর্ণধার খন্দকার রেজাউল ,বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক প্রকাশ মল্লিক,প্রাক্তন সেনাকর্মী সুকেশ দোলুই, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মোহন সাঁতরা, এফ সি ট্রাস্টের সভাপতি ওমর ফারুক খান,সম্পাদক রেজাউল হক,ডাইরেক্টর মুক্তার আহমেদ খান,সমাজসেবী সইদুল ইসলাম খান,সঞালক সাজ্জাদ হাসান সহ এলাকার শিক্ষাবিদ ও সমাজসেবী সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। উল্লেখ এই কে এফ সি ট্রাস্ট সারা বছর ধরে। সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এছাড়া ও সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়,স্বেচ্ছাসেবী সংস্থা র এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান,সভাপতি ও সম্পাদক বলেন মানুষ হিসাবে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি।