|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। এরকমই ফেক খবর ছড়িয়ে পড়লো রাজ্যের একাধিক মন্ত্রী ,বিধায়ক , তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে।এমনকি রাজ্যের শিল্পমন্ত্রী,প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াত হওয়ার খবর দেন।
পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে মনমোহন সিংয়ের সঙ্গে তার একটি পুরনো ছবি পোস্ট করে লেখা হয়। ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।” যদিও, এই পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে সেটি আবার ডিলিটও করে দেওয়া হয়।
এই নিয়ে নেটিজেনরা সরব হয়।