|
---|
নিজস্ব সংবাদদাতা: সরকারি নিয়ম অনুসারে এবং বয়স অনুপাতে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করতেই হয়। কিন্তু কর্মস্থলে থেকে যায় বেশ কিছু স্মৃতি যা ছেড়ে আসা বা ভূলে যাওয়া খুব বেদনাদায়ক।শনিবার সেইরূপ এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দুবরাজপুর ব্লকের তিলেডাঙ্গাল হাজী গোলাম মোহাম্মদ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের দুই শিক্ষক – শেখ আসরাফ আলি ও গুরুপদ চট্টোপাধ্যায় কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকর্মী বৃন্দ থেকে শুরু করে পাশ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকেরা।উপস্থিত অতিথিদের মধ্য থেকে বিদায়ী দুই শিক্ষকের কর্মজীবনের নানা কথা তুলে ধরেন ।
উল্লেখ্য ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় তিলেডাঙ্গাল হাজী গোলাম মোহাম্মদ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র । ২০১৭ সালে এই বিদ্যালয়ের শিক্ষক অসিতবরন উপাধ্যায় পথ দুর্ঘটনায় প্রয়াত হন । এদিন বিদ্যালয়ের দুই শিক্ষকের অবসর গ্রহণের সাথে সাথে শিক্ষক সঙ্কটের কথা চলে আসে প্রকাশ্যে । পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের জন্য বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা রইলেন মাত্র তিনজন । কিভাবে চলবে বিদ্যালয়ের পঠনপাঠন ?শিক্ষক অভাবে স্কুলে পঠন পাঠন নিয়ে চিহ্নিত উপস্থিত অভিভাবক থেকে গ্রামবাসী তথা শিক্ষানুরাগী মহলে।