শিলিগুড়িতে বিক্রি হচ্ছিল নকল ফুটবল এবং ভলিবল

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে বিক্রি হচ্ছিল নকল ফুটবল এবং ভলিবল আজ এই খবর পেয়ে একটি বেসরকারী গোয়েন্দা সংস্থা শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার পাশে দুটি দোকানে হানা দিয়ে প্রায় 500+500ফুটবল এবং ভলিবল আটক করে। ওই দুটি দোকানের উপরে অনেক দিন থেকেই অভিযোগ আসছিল যে নামী কোম্পানির নামে তারা অন্য জিনিস বিক্রি করছে।আজ সকালে ওই দুটি দোকানে হানা দেয় গোয়েন্দা সংস্থার একটি দল এবং স্থানীয় পুলিশ।তারা জিঞ্জাসাবাদ করতে শুরু করে দেয় দোকান মালিক এবং দোকানের কর্মচারীদের। শেষ পযর্ন্ত তারা মেনে নেয় ওই ফুটবল এবং ভলিবল নকল। গোয়েন্দা সংস্থার দলটি প্রায় দুহাজার নকল ফুটবল এবং ভলিবল নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষেরা জানান তারা বুঝতেই পারেন নি কারন ওই দোকানদুটি থেকে বাইরে প্রচুর ফুটবল এবং ভলিবল বাইরে যেত বিক্রির জন্য। তারা বুঝতেও পারে নি এই ঘটনা ঘটতে পারে। শিলিগুড়িতে নকল ক্রীড়া সামগ্রী বিক্রির খবরে আজ উত্তেজনা ছড়ায় বিভিন্ন এলাকায়।অনেক ফুটবলারই জানিয়েছেন শিলিগুড়িতে নকল ফুটবল বিক্রি একেবারেই লজ্জাজনক ঘটনা। এটা একেবারেই ঘটা উচিত ছিল না।