|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্যোশাল মিডিয়া ভরল ভুয়ো ভিডিওতে, সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও বলে চলল কম্পিউটার গেমের প্রচার। বন্দুকের নিশানায় বহু মানুষ। এলোপাথারি গুলির শিকার তাঁরা। মিসাইলের হামলায় ভেঙে পড়ল এক বহুতলও। মঙ্গলবার ভোররাতে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিয়ো বলে হোয়াটসঅ্য়াপে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো ফুটেজ। ভাইরাল মেসেজে লেখা, ‘ভারতীয় বায়ুসেনার হানায় নিহত ৩০০-র বেশি জঙ্গি। জয় হিন্দ!
একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানানা যায়, ‘আবদু-আল্লা বিন মহম্মদ’ নামের এক অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। এরমধ্যেই একটি ভিডিয়ো ছিল Arma 2-এর। সেখান থেকেই একটি অংশ নিয়ে ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালে লঞ্চ করা হয়েছিল Arma 2 গেমটি।
ভিডিয়োটি আসলে Arma 2 – গেম থেকে নেওয়া।