|
---|
নিজস্ব সংবাদদাতা : অভিনয় জগতে নক্ষত্র পতন, চলে গেলেন সোনালী চক্রবর্তী । সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় জনিত কারণে ছিলেন তিনি অসুস্থ ছিলেন।সমস্যা বাড়াবাড়ি হওয়ার কারণে কিছু দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।কিছুদিন আগেই তাকে একটি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে।তবে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।আজ বিকালে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।