|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া:নদীয়া শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের জোড়া কালি বটতলা নিবাসী বাপন মালি শান্তিপুর শহরেরই তিন নম্বর ওয়ার্ডের বাড়ি ভাড়া নিয়ে থাকা প্রিয়া বিশ্বাস কে ভালোবেসে বিবাহ করে 5 বছর আগে। তাদের এক বছরের একটি সন্তানও আছে। দাম্পত্য কলহ প্রায়ই লেগে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। আজ সকালে, প্রিয়া শান্তিপুর থানায় মৌখিক অভিযোগ জানায় তার সন্তানকে কিডন্যাপ করেছে সন্তানের বাবা ! তড়িঘড়ি শান্তিপুর থানার পুলিশ ওই মহিলার সাথে পৌঁছায় জোড়াকালি বটতলায় বাড়িতে, সন্তান তার বাবার কোলে রয়েছ দেখে, শান্তিপুর থানায় ফিরে গিয়ে পুনরায় সকলের নামে বধূ নির্যাতনের অভিযোগ জমা দেয়। আইন আছে বলে তার অপব্যবহার হবে এমনই দাবি তুলেছেন ওই পরিবারের থেকে। বাপনের দাদা বাপ্পা মালি শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত। তার ওপেন হার্ট অপারেশন হয়েছিল কিছুদিন আগে, কথোপকথনের সময় উত্তেজিত হয়ে ভাইয়ের বউ সকলের সামনে তার বুকে ঘুসি মারে, এবং শশুর বিশ্বনাথ মালি ও শাশুড়ি উর্মিলা মালিকে ধাক্কা মেরে ফেলে দেয়। পুরো পরিবারসহ শান্তিপুর থানায় অভিযোগ জমা করতে গেলে, তাদের অভিযোগ নেওয়া হয় না। পরিবারের বক্তব্য, অভিযোগের পাল্টা অভিযোগ কি হয় না? শান্তিপুর হাসপাতালের চিকিৎসকের কাগজ তাহলে কি মিথ্যে! সকলের সামনে বৌমা আমাদের ছেলেকে মারলো, আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিলো, বাপন এর বিরুদ্ধে নিন্দনীয় কিডন্যাপের মিথ্যে অভিযোগ তার কি কোন বিচার হবে না ?