|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার দক্ষিন ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার ফলতা থানার মধ্যে অন্যতম আশ শিফা হসপিটাল,একশত বেড মালটিস্পেসালিটি হসপিটাল এ ক্যাথ,ল্যাব ও ডায়ালিসিস এর শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যার্ডিয়াক সার্জেন শ্রদ্ধেয় ডাঃ কুনাল সরকার স্যার, শ্রদ্ধেয় ডাঃ দেবাশিস রয় স্যার CMOH ডাঃ হাঃ স্বাস্থ্য জেলা এছাড়াও উপস্থিত ছিলেন আহমেদ হাসান ইমরান সাহেব.সভাপতি জাহাঙ্গীর খান ফলতা, শ্রী সন্দীপ ঘোষ BDO সাহেব ফলতা ব্লক. ড:মোশারফ হোসেন ও শ্রদ্ধেয় দিলদার হোসেন, ডাঃ ফারুক সাহেব, ডাঃ সুনন্দা জানা,ডা: আকবর আলি সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। ফিতা কেটে ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলতা রাজ্য সড়কের পাশে সহরারহাট এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আশ শিফা হসপিটাল এ ক্যাথ, ল্যাব,ও ডায়ালিসিস এর শুভ উদ্বোধন হল। রবিবার দুপুর থেকেই হসপিটাল এর কর্মচারীদের সেবায় আপ্লুত সকলে। এই হসপিটাল এর কর্তিপক্ষ জানান এলাকাবাসীর সুবিধার্থে এই ক্যাথ,ল্যাব,ও ডায়ালিসিস এর শুভ উদ্বোধনের করা হয়। পাশাপাশি রাত-দিন ২৪ ঘন্টা এখানে সুষ্ঠ ভাবে পরিসেবা দেওয়া হবে। ডা: আকবর আলি বলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগলো,এবং সান্নিধ্য পেলাম প্রখ্যাত ক্যার্ডিয়াক সার্জেন শ্রদ্ধেয় ডা: কুণাল সরকার স্যার সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।