|
---|
পরিবার ত্যাগি অসুস্থ-কালু’র পাশে সমাজসেবী সংস্থা
মহানুভবতার দেয়াল
নতুন গতি, জলঙ্গী : মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের দাঁইড়পাড়া(জোড়তলা)গ্রামের বাসিন্দা এলাহি মণ্ডল(কালু)-বয়স ৬০ এর দোড়গোড়া ছুঁই ছুঁই। সংসার ঠিকই চলছিল কিন্তু প্রায় দেড় মাস আগে হঠাৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শরীরের একটা সাইড বিকল হয়ে যায়। কালু কাজ করবার ক্ষমতা হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ২৭শে ডিসেম্বর জোড়তলায় রাস্তার ধারে বিশ্রাম ঘরে সকাল ৬টা নাগাদ ফেলে চলে যায়। পরিবারের কেউ চোখের দেখাও দেখতে আসেনি সারাদিন। চোখের জলে একাই রাত কাটে কালু’র। খোঁজ পর্যন্ত নিতে আসেনি কেউ। অসুস্থ এলাহি মণ্ডল (কালু) জানায় তার দুটো স্ত্রী। দ্বিতীয় স্ত্রী কাকলি বিবি’র সাথে প্রায় ২০ বছর একসাথে সংসার করছেন। তার দ্বিতীয় পক্ষের সুরাইয়া ইয়াসমিন নামে (১০) একটি মেয়ে আছে। অসুস্থ হওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে প্রাণে মেরে ফেলতে গিয়েছিল বলেও অভিযোগ করেন। যদিও তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে আগে থেকেই সম্পর্ক বিচ্ছিন্ন। ফলে তারাও এগিয়ে আসেনি এই অসুস্থ কালু’র পাশে। বিশ্রাম ঘরে অসুস্থ এই ব্যক্তি কে দেখে মহানুভবতার দেয়ালের সদস্যরা এগিয়ে এসে জলঙ্গী থানার পুলিশের সাথে যোগাযোগ করে। যদিও জলঙ্গী থানার পুলিশ অসুস্থ ব্যক্তির স্ত্রী কাকলি বিবি’র সাথে যোগাযোগ করলে তার চিকিৎসা করতে ও পরিবারে ফিরিয়ে নিতে অস্বীকার করে। ফলে শেষ পর্যন্ত সাদিখাঁন দেয়াড় গ্রামীণ হসপিটালে ভর্তি করতে গেলে কিছু সমস্যা হলে ফিরিয়ে এনে পুলিশ বাড়িতে রাখতে যাওয়ার কথা বললে অসুস্থ ব্যক্তি প্রাণের ঝুকির কথা জানায়। ফলে পরদিন মহানুভবতার দেয়াল এর সদস্যরা নিজেরা উদ্যোগ নিয়ে এ্যাম্বুলেন্স ভাড়া করে সদস্যরা সঙ্গে গিয়ে বহরমপুর মেডিক্যাল হসপিটালে ভর্তি করে দেয় এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেয় মহানুভবতার দেয়াল শোস্যাল এ্যণ্ড চ্যারিটেবল ট্রাস্ট।
ট্রাস্টের সম্পাদক সামসুজ্জামান বলে-” এমন অমানবিক ঘটনা অভিপ্রেত নয়। এমন ভাবে একজন অসুস্থ ব্যক্তিকে ফেলে যাওয়া কোনো মতেই মন থেকে মেনে নেওয়া যায় না। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যতোটা পারি সহযোগিতা করে যাবো।” তবে এখনো পর্যন্ত তার স্ত্রী বা অন্য পরিবার পরিজন কেউ দেখা করতে আসেনি। নিজের সুস্থতা আর বাকি জীবন নিয়ে চোখের জলে হাসপাতালে দিন কাটাচ্ছে সহযোগিতা প্রার্থনা করে।