|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পারিবারিক জমি বিবাদের জেরে সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর জখম হওয়ার ঘটনায় ইসলামপুর থানার ভুজাগাঁও এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গুরুতর জখম একই পরিবারের দুই মহিলা সহ তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলেও চিকিৎসকরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ইসলামপুর থানার ভুজাগাও য়ের বাসিন্দা আব্দুল জাফ্ফর ও নাইয়ার আলম আমিন নিয়ে জমি মাপার সময় ঘটনাস্থলে উপস্থিত সোয়েব আলমের কাকার ছেলে হেলেল আহমেদ বচসায় জড়িয়ে পড়ে। বচসা থেকে আচমকা সোয়েব আলমকে মারধর করে হেলেল আহমেদ ও তার বাবা আব্দুল মুস্তাফা সহ তার পরিবারের সদস্যরা বলে অভিযোগ। সোয়েব আলমকে বাঁচাতে গেলে তাঁর মা মালিকা খাতুন, ভাই মুদেশীর আলম ও বোন কানিজ ফাতেমাকে ধারালো অস্ত্র এবং বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তিন জনের মাথায় গুরুতর জখম রয়েছে বলে ইসলামপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় সোয়েব আলম ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।