|
---|
বিখ্যাত কমেডিয়ান ভারতী সিংকে মাদকযোগে আটক করল এনসিবি
নতুন গতি নিউজ ডেস্ক : মাদকযোগে বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং-এর মুম্বইয়ের ফ্ল্যাটে ও অফিসে তল্লাশি চালাল এনসিবি। তল্লাশি করে তাঁর বাড়ি ও অফিস থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে এনসিবি। জিজ্ঞাসাবাদের জন্য ভারতী এবং তাঁর স্বামীকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছিল। ভারতী সিং ও তাঁর স্বামী হার্স লিম্বাছিয়া গাঁজা সেবনের কথা স্বীকার করে নেন। ভারতী সিংকে গ্রেফতার করা হয়েছে বলে জানাযায়।
উলেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এনসিবি বলিউডের মাদকযোগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।