বিখ্যাত ফটো জার্নালিস্ট দানিশ সিদ্দিকী আজ কান্দাহারে নিহত হয়েছেন

নতুন গতি নিউজ ডেস্ক: পুলিৎজার পুরস্কার বিজয়ী বিখ্যাত ফটো জার্নালিস্ট দানিশ সিদ্দিকী আজ কান্দাহারে নিহত হয়েছেন।

    তিনি রয়টার্সের চীফ ফটোগ্রাফার ছিলেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি কভার করতে গিয়েছিলেন। বিভিন্ন সময়ে তোলা তার কিছু ছবি ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।

    “মুম্বইয়ে বাড়ি দানিশের। বয়স ৪০। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। তার ছ’ বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট,২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক।

    তিনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। ভারতের রয়টার্সের আলোকচিত্রীদের দলটির প্রধান ছিলেন দানিশ।”