অভিনব উদ্যোগে মহরম উদযাপন ইসলামপুরে

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : মহরম মানে মানুষের মনে একটা ধারণা আছে যে লাঠি, ঢোল, তরবারি নিয়ে খেলা দেখানো, মার্শিয়া-মাতম করা। কিন্তু এদিন মহরম উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল ইসলামপুর থানার অন্তর্গত নশিপুর গ্রাম।

    নশিপুর গ্রামের মহরম উদযাপন কমিটি এই উদ্যোগ গ্রহণ করে। বৃক্ষরোপন, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, ছাত্র বৃত্তি প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল এবারের মহরম।
    এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল কচিকাঁচাদের জন্য কেরাত, গজল, তাৎক্ষণিক বক্তব্য, মেধা পরীক্ষা সহ আরো অনেক আয়োজন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর ১ ব্লকের বিডিও মুহাম্মদ ইকবাল। তিনি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রানীনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আমিনুল হাসান বাপি। তিনি এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন এই রকম অনুষ্ঠান প্রতিটি গ্রামে হওয়া উচিত।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর আঞ্চলের প্রধান বেগম হাসিনা নসরৎ, বিশিষ্ট সমাজসেবী মাহমাদুল হাসান, নশিপুর মসজিদের ইমাম জনাব আবদুস সাত্তার সাহেব সহ আরো অনেকে। এহেন ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানান গ্রামের বাসিন্দারা।