|
---|
নতুন গতি প্রতিবেদক : গতকাল ও আজ বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগ এবং দক্ষিণ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যৌথ উদ্যোগে অভিনব ভ্রাম্যমান লোক আদালত সম্পন্ন হলো।
উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা বিচারপতি শ্রী অমিত চট্টোপাধ্যায়, ডি এল এস এ সেক্রেটারি শ্রী শুভ্রকান্তি ধর, ডি.এস.পি ট্রাফিক শ্রী সৌম্যশান্ত পাহাড়ি।
বারুইপুর ট্রাফিক উইং-এর উদ্দীপনাতে দুই দিন ধরে এই ভ্রাম্যমান লোক আদালত প্রায় তিনশো কেস-এর রায়দান করলেন। ট্রাফিক কেস, জরিমানা, এইসব ক্ষেত্রে জনসাধারণ কোর্ট কাছারি না গিয়ে এই ভ্রাম্যমান লোক আদালতে তাদের কাজটি সেরে নিতে পারলো। তাই খুশী এলাকার মানুষজন।