রাস্তায় চপ ভেজে কংগ্রেসের অভিনব প্রতিবাদ

রাস্তায় চপ ভেজে কংগ্রেসের অভিনব প্রতিবাদ

     

     

     

     

    মহঃ মফিজুর রহমান , উত্তর ২৪ পরগণা :

    মোদী সরকারের আমলে ক্রমেই আকাশ ছোঁয়া পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের দাম । পেট্রোপণ্যের এই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ । এমতাবস্থায় আমজনতার পাশে দাঁড়িয়ে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালো হাবরা বিধানসভা যুব কংগ্রেস । শনিবার উত্তর ২৪ পরগণার অন্তর্গত হাবরা স্টেশন সংলগ্ন রাস্তায় মানুষ আর গরু মিলে পেট্রোলচালিত গাড়ি টেনে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানানো হয় । পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চপ ভাজা’ ফতোয়ারও তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস নেতৃত্ব । এদিন হাবরায় রাস্তার উপর উনুন জ্বালিয়ে চপ ভেজে মমতার ‘চপ ভাজা’ তত্ত্বের প্রতীকী প্রতিবাদ জানানো হয় । শেষে রাস্তার উপর মোদীর কুশপুতুল জ্বালিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা । বিক্ষোভ সমাবেশ থেকে শীঘ্রই পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি জানান জেলা কংগ্রেসের লড়াকু নেত্রী তথা কংগ্রেসের এআইসিসি-র সদস্যা ইন্দ্রানী দত্ত চ্যাটার্জী , জেলা ছাত্র পরিষদের সভাপতি পরীক্ষিত নাগ , কংগ্রেসের লড়াকু যুব নেতা অরিজিৎ চক্রবর্তী , হাবরা বিধানসভা যুব কংগ্রেসের সহ সভাপতি সমিত দত্ত । এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবরা শহর কংগ্রেস সভাপতি গোপাল ভট্টাচার্য্য , হাবরা বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি আকাশ বণিক , কংগ্রেস নেতা অর্ণব চ্যাটার্জী , যুব কংগ্রেস নেতা নীতিশ মজুমদার প্রমুখ ।