|
---|
মোঃ ইজাজ আহামেদ নতুন গতি, মুর্শিদাবাদ: সামশেরগঞ্জের বিডিও অফিসে আজ,বুধবার অনুষ্ঠিত হল বিডিও সাহেবের বিদায় অনুষ্ঠান। এদিন সামশেরগঞ্জ ব্লকের প্রায় সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক এবং এলাকার বুদ্ধিজীবীদের নিমন্ত্রণ করা হয়। উপস্থিত ছিলেন চাচন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান, নিমতিতা জি ডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সহিদুল আলম, কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এম এইচ হাই মাসুদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম আই এস এ হাই স্কুলের সহ শিক্ষক গোলাম কাদের, কল্যাণ মুর্ধ, ডি ভি এস হাই মাদ্রাসার কয়েক জন সহ শিক্ষক এবং কবি মোঃ ইজাজ আহামেদ। উপস্থিত ব্যাক্তিবর্গ বিডিও জয়দীপ চক্রবর্তী মহাশয়কে ফুলের স্তবক, শাল, উত্তরীয়,বই ইত্যাদি দিয়ে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করেন । বিডিও সাহেব সহ উপস্থিত ব্যক্তিগণের প্রায় সকলে বক্তব্য রাখেন।