|
---|
হটুগঞ্জ গার্লস হাই স্কুলে শিক্ষা কর্মী প্রবীর মন্ডল এর ফেয়ারওয়েল অনুষ্ঠান
বাইজিদ মণ্ডল, মগরাহাট, দ: ২৪ পরগনা:- মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত একতারা অঞ্চলের, হটুগঞ্জ হাই স্কুলে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এদিন শিক্ষা কর্মী প্রবীর মণ্ডল এর ফেওয়ারওয়েল অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও একতারা অঞ্চল সভাপতি ফেলুরাম হালদার সহ অন্যান্যরা।