|
---|
খান আরশাদ,নতুন গতি,রাজনগর :
বীরভূমের রাজনগরের কাঠ মিল ও কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষে রাজনগর রেঞ্জের বিদায়ী ও নতুন ফরেস্ট রেঞ্জ অফিসারকে সংবর্ধনা দেওয়া হল। রাজনগর রেঞ্জের বিদায়ী রেঞ্জ অফিসার নির্মল কুমার বৈদ্য এর হাতে ফুলের তোড়া ও উপহারসামগ্রী তুলে দেওয়া হল কাঠ মিল ও কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। পাশাপাশি আগত নতুন ফরেস্ট রেঞ্জ অফিসার কুদরত এ খুদাকে ফুলের তোড়া দিয়ে জানানো হল। এদিন কাঠ মিল ও কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন গদাধর প্রসাদ লালা, সেখ মিলন , সেখ নাজু, অশেষ কুন্ডু সহ রাজনগরের বনদপ্তরের কর্মীরা।