|
---|
কালিয়াচক, নতুন গতি : কালিয়াচকের সাহাবাজপুরে টপার্স পাবলিক স্কুলের মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মিশনের নিজস্ব ভবনে ।
বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার, সহকারী শিক্ষক হোসেন আলী , সহকারী শিক্ষক সুদর্শন সাহানাওয়াজ , সহকারী শিক্ষক সুজিত সিংহ, মিশনের সম্পাদক মুহাম্মদ রাফিকুল ইসলাম এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এদিনের বিদায়ী ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও ছোটদের কুইজ প্রতিযোগিতা করা হয় । এছাড়াও বিদায়ী ছাত্রছাত্রীদের তাৎক্ষণিক বক্তব্য এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় ৷
টপার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুর রসিদ জানান, আমাদের এই মিশন থেকে এই বছরে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই আজকের দিনটি আমরা বিশেষভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে তাদের বিদায়ী সম্বর্ধনা ও আন্তরিক শুভেচ্ছা জানালাম । এবং প্রত্যেকের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় । সর্বশেষে সকল পরিক্ষার্থীদের আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ কামণা করে এই অনুষ্ঠান শেষ হয় ।
উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন, টপার্স পাবলিক স্কুলের শিক্ষক নাসিমুল গণি মহাশয় ও সহযোগিতা করেন মিশনের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ।