| |
|---|
খান আরশাদ, বীরভূম:
‘আলোক বর্তিকা’ কোচিং সেন্টারের ছাত্রদের তরফে রবিবার রাজনগর থানায় SI অরিন্দম দেবনাথকে বিদায় সংবর্ধনা জানানো হলো।
রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ ২০২১ এর ২৪ শে ডিসেম্বর রাজনগর থানায় যোগ দেন। বীরভূম জেলা পুলিশের নির্দেশে তাঁকে বোলপুর থানায় বদলি করা হয়। এটি একটি নিয়মমাফিক বদলি বলে জানা গিয়েছে। পুলিশের বিভিন্ন দপ্তর সহ অন্যান্য চাকরিতে যাতে স্থানীয় যুবক যুবতীরা সুযোগ পায়। তার উপযোগী করার লক্ষ্যে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে রাজনগর থানায় আলোকবর্তিকা নামে একটি কোচিং সেন্টার করা হয়। যেখানে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের যুবক যুবতী, যারা চাকরির পরীক্ষায় বসে পুলিশ সহ অন্যান্য চাকরি নিতে ইচ্ছুক তাদেরকে কোচিং দেওয়া হয়। মূলত এই কোচিং সেন্টারটি পরিচালনা করতেন এসআই অরিন্দম দেবনাথ। অরিন্দম দেবনাথ এর বদলির নির্দেশ আসার পর কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা এসআই অরিন্দম দেবনাথকে বিদায় সংবর্ধনা জানালেন। পাশাপাশি রাজনগর থানার নতুন ওসি তাপস দত্তকেও শুভেচ্ছা জানান ওইসব ছাত্র-ছাত্রীরা।
SI অরিন্দম দেবনাথ রাজনগর থানায় প্রায় তিন বছর অত্যন্ত দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালন করেন। পাশাপাশি এলাকায় তিনি একজন অমায়িক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। প্রাণবন্ত সদা সহাস্য এই পুলিশ অফিসারটি রাজনগর এলাকার প্রায় সমস্ত মানুষের প্রিয় হয়ে উঠেছেন।
এদিন কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা কেক কেটে, ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার তাঁর হাতে তুলে দিয়ে শুভকামনা করেন।


