|
---|
নবাব মল্লিক, বাঁকুড়া:
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর -এর অনুপ্রেরনায় বাঁকুড়া জেলায় “কৃষক বন্ধু ” প্রকল্পের শুভ সুচনা হল বড়জোড়া ব্লকের খাঁড়ারী অঞ্চলের উয়রা ও তালানজুড়ি গ্রামে। চাষিদের নিয়ে খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতর ভিতরে উদ্বোধন হল এই প্রকল্পের । উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় সুখেন বিদ মহাশয়,বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয় সহ বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কাজল পোড়েল মহাশয়া ও কৃষি অাধিকারী গৌতম মজুমদার।
প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চাষী ভাই দের লম্বা লাইন পড়তে ও দেখা যায় । কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হিসাবে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য জনগণের মধ্যে উৎসাহ ছিল প্রবল।