|
---|
ময়নাগুড়ি: সারের কালোবাজারির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি ব্লকের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। এদিন ময়নাগুড়ি নতুনবাজারে ময়নাগুড়ি থেকে কোচবিহার গামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। এদিনের এই অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাখানেক ধরে চলা এই অবরোধ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায়।
কৃষকদের অভিযোগ, ” ময়নাগুড়িতে বিভিন্ন ডিস্ট্রিবিউটারের গোডাউনে সার ঢুকেছে। তথাপি আলু চাষের জন্য প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না।” এদিন ময়নাগুড়ি শহীদগর স্কুল পাড়ার এক সারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে সার না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে কৃষকরা। এর পর পথ অবরোধ শুরু করে।
এই নিয়ে কৃষক নবীন রায় বলেন, “আলু চাষ করবো কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে সার মিলছে না। সারের কালো বাজারি চলছে। সারের কালোবাজারি বন্ধ না হলে পরবর্তীতে আমরা বড়সড় আন্দোলনে নামব।”
অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে সহজ না মেলায় ময়নাগুড়ির নতুন বাজার এলাকার এক সার ব্যবসায়ীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় কৃষকদের। ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ। কৃষকদের অভিযোগ , গতকালই এই সার ব্যবসায়ীর সারের গোডাউনে সার এসেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে সার ব্যবসায়ী নিপেন চাকি। তিনি বলেন সংশ্লিষ্ট দফতর থেকে বলা হয়েছে প্রত্যেক চাষিকে দুই বিঘা আলু চাষের জন্য সার দিতে। যা স্টক ছিল তা শেষ হয়ে গেছে। যদিও এই সারের কালোবাজারির ব্যাপারে খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন ময়নাগুড়ির সহ কৃষি অধিকর্তা কৃষ্ণা রায়। তিনি ফোন মারফত জানান, রাসায়নিক সারের কালোবাজারির ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।