|
---|
মালদা: ভোর তিনটা থেকে লাইনে দাঁড়িয়েও ফড়েদের দৌরাত্ম্যে সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষিরা এমনই অভিযোগ তুলে বুধবার তুলসীহাটা কিষান মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রায় পাঁচ শতাধিক কৃষক।যদিও পুলিশের তৎপরতায় বিক্ষোভ নিয়ন্ত্রণ হয়।
জানা যায় সরকারি নির্দেশে তুলসীহাট কিষান মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য অগ্রিম কুপন বিলি শুরু হয়েছে।আজ ছিল কুপন বিলির প্রথম দিন। ভোর তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে চাষিরা।অপরদিকে ফড়েরা ভুয়ো কৃষক সাজিয়ে কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রেখেছে।এতে প্রকৃত চাষিরা ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ।
এবছর সরকারি ভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা।অপরদিকে অতিরিক্ত ভাড়া হিসেবে কুইন্টাল প্রতি ২০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার।চাষি প্রতি ৪৫ কুইন্টাল করে ধান নেওয়ার নির্দেশ থাকলেও জেলা অনুযায়ী ২৫ কুইন্টাল করে ধান ক্রয় করবেন বলে জানান কৃষি আধিকারিক দীপঙ্কর সিকদার।