|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গোটা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করছেন। কিন্তু চিনের কমিউনিস্ট সরকার রমজানে মুসলিমদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করল।রমজান মাসে সূর্যাস্ত পর্যন্ত উপোস করেন মুসলিমরা। সেই সঙ্গে।
চিনের কমিউনিস্ট সরকার উপোস বা অন্যান্য ধর্মীয় রীতি নীতির প্রতি বিশেষ টান-কে চরম পন্থার প্রতীক হিসেবে দেখে। চিনা কমিউনিস্ট কর্তৃপক্ষ মনে করে, সংগঠিত ধর্মীয় আচরণ পার্টির পক্ষে আশঙ্কাকর। তাই গণ নজরদারি ও আটক ব্যবস্থাকে আরও তীব্র করেছে চিন সরকার।চরম ধর্মীয় আচরণ রোধ করতে চিনের সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ।
মুসলিম অধ্যুষিত চিনের জিনজিয়াং প্রদেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। চিন সরকার মুসলিম পরিবারগুলিতে সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থাও করেছে, যাতে মুসলিম ধর্মাচরণে লাগাম লাগানো যায়। এমনই পর্যবেক্ষণ মানবাধিকার কর্মীদের।