|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: গত কয়েক দিন আগে অশনির কিছু প্রভাব পরে গোটা জেলা জুড়ে। বেশ কয়েকটি জায়গায় শুরু হয়ে ছিল ঝড়ো হাওয়া,পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত। কোথাও আবার শুরু হয় অতি ভারি বৃষ্টিপাত,শুধু ভারী বৃষ্টিপাত নয়,সাথে বজ্রবিদ্যুৎ। আর সেই সময়ে একটা দুর্ঘটনা ঘটে যায়,গাছ পরে মারা যায় মগরাহাট ১নম্বর ব্লকের অন্তর্গত রঙ্গিলাবাদ অঞ্চলে শিবপুর গ্রামের বাসিন্দা বছর(৬০)ষাট এর জগদীশ মন্ডল।
সম্প্রীতি মৃত পরিবারের সাথে আজ গিয়ে দেখা করে কিছু সাহায্য করেন মগরাহাট ১নম্বর বি ডি ও ফতেমা কাওসার,সঙ্গে ছিলেন রঙ্গিলাবাদ এর প্রধান এবং শিক্ষার কর্মাধক্ষ সহ আরও অনেকে।
মৃত পরিবারের কাছে থেকে জানা যায় গত অশনির প্রভাবে ঝড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত হয়,সেই সময়ে খড়ের গাদা ঠিক করছিল,হটাত করে গাছ পরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত ব্যক্তি দিন মজুর ছিলেন চাষের কাজ করে সংসার চলে, জীবনের সবটুকুই কাজে লাগিয়ে রাত দিন এক করে তিল তিল করে যোগান করা অর্থ দিয়ে কোনো রকম কষ্ট করে সংসার চালিয়ে, চলার মত কিছু আসবাবপত্র করে।
এই গরীব খেটে খাওয়া সংসারে এখন কেমন করে সংসার চালাবে ঠিক করতে পারছে না। বি ডি ও ফতেমা কাওসার বলেন মৃত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী,ত্রিপল,জামা কাপড় কিছু অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও সবরকম সরকারি ও বেসরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এবং এই মৃত পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন।
মৃত পরিবারের পক্ষ থেকে এই সাহায্যও, বি ডি ও এর কাছে থেকে সকল প্রকার আশ্বাস পেয়ে অনেকটা খুশি হয়েছে।