মেয়ের জন্মের জাল শংসাপত্র দেখিয়ে নামের বানান সংশোধন করাতে গিয়ে গ্রেফতার বাবা

নিজস্ব সংবাদদাতা: মেয়ের জন্মের জাল শংসাপত্র দেখিয়ে নামের বানান সংশোধন করাতে গিয়ে গ্রেফতার বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। ধৃতের নাম রণজিৎ বিশ্বাস । বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায় । কালনা থানার পুলিশ তকে গ্রেফতার করে কালনা মহকুমা মহকুমা আদালতে পেশ করে । জাল জন্ম সার্টফিকেট তৈরি চক্রের আরও কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছে অফিসাররা । ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসাররা । বিচারক ধৃতকে তিন দিনের পুলিশী হেপাজতের নির্দেশ দিয়েছেন । ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী অফিসাররা ।পুলিশ সূত্রে জানা গিয়েছে , রণজিৎ বিশ্বাস শুক্রবার তাঁর মেয়ের জন্মের শংসাপত্রে নামের বানান সংশোধন করতে পুরসভায় যান। আবেদনের সঙ্গে জেরক্স করা একটি জন্ম শংসাপত্রও তিনি পুরসভায় জমা দেন । তাতে রণজিৎ বিশ্বাসের মেয়ের জন্মস্থান কালনা মহকুমা হাসপাতাল ও কালনা পুরসভা থেকে শংসাপত্রটি দেওয়া হয়েছে বলে উল্লেখ থাকে।

    সন্দেহ হওয়ায় পুরসভার কর্মীরা রণজিৎ বিশ্বাসকে আসল জন্ম সার্টিফিকেটটি নিয়ে শনিবার পুরসভা অফিসে আসতে বলেন । ওইদিন রণজিৎ বাবু জন্ম সার্টিফিকেটটি নিয়ে পুরসভায় যান। পুরসভার কর্মীরা সার্টিফিকেটটি খতিয়ে দেখে ও সমস্ত নথি যাচাই করে নিশ্চিত হন শংসাপত্রটি জাল । এর পরেই রণজিৎ বিশ্বাসকে আটকে রেখে পুরসভার কর্মীরা কালনা থানায় অভিযোগ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।

    এ বিষয়ে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত বলেন, রণজিৎ বিশ্বাস নামের এক ব্যক্তি তাঁর মেয়ের জন্মের জাল শংসাপত্র নিয়ে পুরসভায় সংশোধন করতে এসেছিলেন। পুরসভার কর্মীরা শংসাপত্রটি খতিয়ে দেখে নিশ্চিত হন সেটি জাল। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। মনে হয় কোনও একটি চক্র জাল জন্ম সার্টিফিকৈট তৈরিতে যুক্ত রয়েছে। কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।