|
---|
শিলিগুড়ি: রিকসা চালক চালাত অনলাইনে গাজার কারবার।শুক্রবার মাটিগাড়ার সুকান্তপল্লীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে শশুর এবং বৌমাকে।তারা তাদের কাছ থেকে উদ্বার করেছে 45কেজী গাজা,প্রায় 35হাজার টাকা এবং একটি ল্যাপটপ।তবে আসল অভিযুক্ত অধরা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এস পি মনীশ যাদব জানান বিপুল পরিমানে অর্থ এবং গাজা উদ্বার করা হয়েছে,ধৃতদের নাম বাবলু মহন্মদ এবং ফতেমা বিবি।এদিন মাটিগাড়া থানার পুলিশ রিষ্কাচালক বাবলুর বাড়িতে হানা দেয়।প্রায় আধ ঘন্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।এরপরেই পুলিশ অভিযুক্ত বাবলু এবং ফতেমাকে গ্রেপ্তার করে।পুলিশ জানতে পেরেছে সমস্ত আর্থিক লেনদেনই অনলাইনে হত।পুলিশের অনুমান তার এই গাজা পাচারের ব্যাবসাকে ঢেকে রাখতেই রিষ্কা চালাত বাবলু।পুলিশ জানতে পেরেছে মুল ব্যাবসা চলত কোচবিহার থেকে।