|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার আগের রাতে বাবা ছেড়ে চলে গিয়েছে। এরকম পরিস্থিতিতেও নিজেদের অদম্য মনের জোর কে কাজে লাগিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন দুই ভাইবোন। দুই ভাই বোনের নাম জিনিয়া এবং ঘনশাম। তাদের এবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে জয় দুর্গা বিদ্যালয়ে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার আগের রাতে কাদের বাবা বোলপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের বাবার। দুই ভাইবোন জানায় তাদের বাবার স্বপ্ন ছিল তারা পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে। বাবার স্বপ্নকে পূরণ করার জন্য বদ্ধপরিকর দুই ভাইবোন। এই রকম কঠিন পরিস্থিতির মধ্যেও পরীক্ষা দিল তারা। দুই জনই জানিয়েছে পরবর্তী পরীক্ষাগুলো তারা অবশ্যই দেবে। এরকম আদম্য মনের জোর ও সাহসী মনোভাবের জন্য দুইজনকেই কুর্নিশ জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।