|
---|
সংবাদদাতা : গত ১৭জুন, সোমবার ঈদুল আযহার দিন শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন থেকে মালগাড়ি ধাক্কা মারায়, আকস্মিক যে দুর্ঘটনা ঘটে তাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনখানা বডি লাইনচ্যুত হয়, ১০ জন মানুষ নিহত ও বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া ব্লকের রাঙাপানি এলাকায়।
ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঈদের নামাজকে উপেক্ষা করে তরুণ যুবকটি উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিল তার নাম ফজলুর রহমান পেশায় একজন কৃষিজীবী। ঘটনাটি ঘটে তার বাড়ি থেকে ঠিক ৫০ মিটারের মধ্যে। এই পরিস্থিতিতে ঈদের মত একটা উৎসবকে গুরুত্ব না দিয়ে ঝাঁপিয়ে পড়ে পাড়ার বন্ধু-সাথীদের নিয়ে উদ্ধার কাজে।এরপর প্রায় ৩০ মিনিট পরে স্থানীয় পুলিশ প্রায় দু’ঘণ্টা পর উদ্ধারকারী দলের সদস্যরা এলাকায় পৌঁছায় ততক্ষণে ফজলুর রহমান এবং তার টিম বহু উদ্ধারকার্য সম্পাদন করেছে। তার এই মানবিক কর্মকাণ্ডকে সম্মান জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার সমাজকল্যাণমূলক সংস্থা মানবতা আজ বিশেষভাবে তাকে সম্মানিত করে। মানবতার চারজনের প্রতিনিধিদল আজ তার গ্রামে বাড়িতে গিয়ে তাকে সম্মান জানায়। প্রতিনিধিদলে নেতৃত্ব দেয় আব্দুর রাকিব শেখ।দলের অন্যান্য সদস্যরা হলো গোলাম মোহাম্মদ কিবরিয়া বিশ্বাস, ওবায়দুল্লাহ হিল সাফি,সাইব মিয়া। চারজনের এই প্রতিনিধি দল ফজলুর রহমান ও অধীনের বিশেষ সহযোগী মোহাম্মদ রাহুলকে পুষ্প স্তবকও উত্তরীয় প্রদান এর মাধ্যমে সম্মান জানায়।
মানবতা সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান ফজলুর রহমান ঈদের দিন ঈদের নামাজকে উপেক্ষা করে প্রমাণ করে দিল ধর্মের ঊর্ধ্বে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। আর তাই তাকে সম্মানের মধ্য দিয়ে ভাতৃত্ববোধের বার্তা দিতে চাইলে মানবতা।