আবারো শিরোনামে ফিডিং ইন্ডিয়া কলকাতা ,বাবা-মা হারা পথ শিশুদের মুখে তুলে দিলেন অন্ন

মিজানুল কবির ,১১ই এপ্রিল, কলকাতা ঃ আবারো শিরোনামে ফিডিং ইন্ডিয়া কলকাতা । চারিদিকে যখন ভোট নিয়ে ব্যাস্ত পাড়ার চায়ের দোকান থেকে দিল্লি ঠিক তখনি ফিডিং ইন্ডিয়া কলকাতার দুই স্বেচ্ছাসেবী বেরিয়ে পড়েছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওয়াজদা জামাল ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং
কলেজের ছাত্র কৌশিক পাঞ্জা দুজনে মিলে নিজের হাতে খাবার বেড়ে খাইয়ে দিলেন। জেনে আসলেন হাল হকিকত, খায় কি তারা, থাকে কোথা্‌য় কে বা আছে তাদের দেখভালের জন্য।
সুত্রপাত দুপুরবেলা । পার্কস্ট্রীটের এক আইটি কোম্পানির কর্মচারীরা ফোন মারফৎ জানালেন জনা পাঁচেকের খাবার আছে । সাথে সাথে হোয়াটসাপ মারফৎ খবর পেলেন ওয়াজদা ,কৌশিকরা ।ঘন্টা খানেকের মধ্যে টিফিন ভর্তি খাবার নিয়ে এলিন পার্কের মধ্যে খাওয়ানো হলো পথ শিশুদের।