ফিডিং ইন্ডিয়া কলকাতার রবিবার মানেই দুঃস্থদের খাওয়ানো ,হাসি ফোটানো ও পেট ভরানো


মিজানুল কবির , ৮ ই এপ্রিল ,কলকাতাঃ আলিয়া ইউনিভার্সিটি নিউটাউন ক্যম্পাস ।আস্ফাক জামিল প্রাক্টিকাল পরীক্ষার খাতা বানাতে ব্যাস্ত।মোবাইল বেজে উঠলো ” হেলো আমি দমদম থেকে সুব্রত সাহা বলছি বাবা মার শ্রাদ্ধের উদ্দেশ্য আজ ভোজের আয়োজন ছিল ,অনেক খাবার বেঁচে আছে আপনারা নিয়ে যান “।

    ছবি ঃ শ্রী সুব্রত সাহা

    পিজি হাসপাতাল । নেহা জাসওয়াল ” আমরা আসছি টিম নিয়ে অপেক্ষা করুন ” । সৈভিক পাল ” সোদপুরে আছি আমি আসছি খাবার নিয়ে দমদম থেকে”। সেক্টর ফাইভের মহিশবাথানের ভেতরে বস্তি । কোনো ঘরে আলো ,কোনো ঘরে অন্ধকার। ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো খেলছে । নিগম ,আশিস, সৈভিক,নেহা ,পৃথ্বীশ সহ একদল হাজির হলেন সেই খাবার সহ। খাওয়ালেন ভাত,মাছ,ডাল,লালশাক,

    চিত্র ঃ খাবারের মেনু

    মিক্সড ভেজ,চাটনি। হ্যাঁ এভাবেই একদল মানুষ ছুটে চলেছে নিরন্তর কলকাতার বুকে এদিক থেকে ওদিকে দুঃস্থ মানুষদের খাওয়ানো এবং পেট ভরানোর তাগিদে।

    নতুন গতির তরফে যোগাযোগ করা হলে ফিডিং ইন্ডিয়া কলকাতার সিটি প্রেসিডেন্ট জানান ” আমরা সবে মাস খানেক কলকাতায় কাজ শুরু করেছি মানুষের সাহায্য নিয়ে শহরতলির অলি গলিতে অভুক্ত না কাউকে রাখায় আমাদের উদ্দেশ্য। আমরা সকলকে এগিয়ে আসবার আহবান জানাচ্ছি “।  হ্যাঁ ফিডিং ইন্ডিয়া কলকাতার রবিবার মানেই দুঃস্থদের খাওয়ানো ,হাসি ফোটানো ও পেট ভরানো।