|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি :
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলিউডের বিভিন্ন অভিনেতা এবং প্রোডিউসারদের সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসে বলিউডের বিভিন্ন কাজ সমস্যা এবং সমাধান । বলিউড এবং প্রধানমন্ত্রীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন করণ জোহর, ঋতেশ সিধ্বনী ,সিদ্ধার্থ রয় কাপুর, রাকেশ রোশন এবং গীতিকার সুরকার এছাড়াও এই আলোচনা সভার বিশেষ আকর্ষণ এবং বিশেষ ভূমিকা পালন করেন অক্ষয় কুমার এবং অজয় দেবগান । এ আলোচনা সভার পরে প্রসূন যোশী বলেন “এটি খুব গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক একটি আলোচনা ছিল যার মাধ্যমে বলিউডের দীর্ঘমেয়াদি এবং গঠনমূলক বহু পদক্ষেপ এবং আন্তর্জাতিক বাজারে বলিউডের মানোন্নয়নে এবং পৃথিবীব্যাপী মনোরঞ্জনে বলিউডের ভূমিকাকে আরো ত্বরান্বিত করবে। রাকেশ রোশন বলেন “প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার বলিউডের বিভিন্ন বিভিন্ন সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করবে এবং তিনি আমাদের কাজকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন আমাদের স্টুডিও রিলেটেড সমস্যাগুলি দ্রুত সমাধান হবে যাতে অভিনেতারা সহজে কাজ করতে পারেন দেশে ও দেশের বাইরে। প্রধানমন্ত্রী এই সভায় বলিউডের অভিনেতা এবং সিনেমার বিষয়বস্তু এবং চিত্র নাটক নিয়ে ভূয়সী প্রশংসা করেন অভিনেতা এবং প্রযোজকদের তিনি আশ্বস্ত করেন পরিচালক এবং প্রযোজক দের দেশে এবং দেশের বাইরে সহজে কাজ কাজ চালিয়ে যেতে পারে। দেশে সিনেমা হলগুলিতে এবং
জি এস টি রিলেটেড যে সমস্যাগুলি হচ্ছে বর্তমানে প্রযোজকদের,সেগুলো সরকার দ্রুত সমাধান করবে এবং তারা সহযোগিতা পাবে সরকারের তরফ থেকে এবং অভিনেতাদের সহজে কাজ চালিয়ে যাওয়ার বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে সরকারের তরফ থেকে।
কিন্তু এই সভায় আশ্চর্যজনকভাবে একটি একটিও মহিলা অভিনেত্রী মহিলা প্রযোজক উপস্থিত ছিলেন না । যা স্বাভাবিক ভাবেই এই আলোচনা সভা কে একটি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে । এখন বলিউডে এটি একটি গল্পের বিষয়। যেখানে প্রধানমন্ত্রী নিজে বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান দিয়ে থাকেন বিভিন্ন সভায় এবং দেশের নারীদের বিশেষ অধিকারের কথা বলেন সেখানে এই সভায় একটিও নারী অভিনেত্রী না থাকায় প্রধানমন্ত্রীর উপরেও বিভিন্ন প্রশ্ন উঠছে। অভিনেত্রী স্বরা ভাস্কার বলেন “এটি অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত যা বলিউডে অভিনেত্রী দের কে যথেষ্ট অবমাননাকর এবং হেয় প্রতিপন্ন কর “। পরিচালক আলানকৃতা শ্রীবাস্তব যার বিখ্যাত একটি ছবি “লিপস্টিক আন্ডার মাই বোরখা” বলিউডের বিশেষ সাড়া ফেলেছিল ,তিনি বলেন “আমরাও যদি এই সভায় ডেলিগেশন পেতাম তাহলে আমরাও কোথাও সমতা অনুভব করতাম ” বহু বলিউড অভিনেত্রী তারা ক্ষোভ প্রকাশ করছেন প্রকাশ্যে গোপনে কারণ ইন্ডাস্ট্রিতে মহিলাদের উপরে নিগ্রহ কাস্টিং কাউচ এবং প্রতারণার ঘটনা নিত্যনৈমিত্তিক সেক্ষেত্রে এই আলোচনা সভায় বলিউডের এই দিকগুলো নিয়ে আলোচনা হওয়া বিশেষ প্রয়োজন ছিল বলে বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন । তাই এ আলোচনা সভা গঠনমূলক হলেও এর পিছনে রাজনৈতিক সমিকরন দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞেরা, যা পুরো বিষয়টিকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে ।