নারীশক্তি

নারীশক্তি

    বাবলু হাসান লস্কর, চব্বিশ পরগনা : নারী শক্তির এই মাসে এমন একজন নারীর কাহিনী আজ আমরা তুলে ধরব যার নাম অনিমা, কুলতলির কৈখালির বাসিন্দার।
    মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতে বাবা মা দেখা শোনা করে অনিমা কে বিয়ে দেয়। সেই সময়ে বিয়ের পিঁড়িতে বসতে চায়নি। গরিবের ঘরের মেয়ে আত্মীয় স্বজনেরা বিভিন্ন ভাবে তাকে বুঝিয়ে বিয়েতে রাজি করায়। বিয়ের দুই বছরের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দেয়। এই সন্তান কে লালন পালন করতে করতে বেশ কয়েক বছর পর এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের কয়েক মাস কাটতে না কাটতেই স্বামীর অকাল প্রয়াণ তাতেই ভেঙে পড়ে গৃহবধূ। কি করবেন ,কেমনে সন্তানদের মানুষ করবেন । স্বামীর গৃহে বেশ কিছু দিন কাটতে না কাটতেই ঘটে বিপত্তি। নানা ভাবে তাকে কটূক্তি করতো স্বামীর বাড়ির লোক জন । ওখান থেকে চলে আসে বাপের বাড়িতে ।গরিবের সংসারে আবার তিন জন জোটায় তাদের পরিবারের ও সমস্যা শুরু হয় । এমতো অবস্থায় দূরবর্তী স্থানে আয়ার কাজ বেছে নেয়ায় যে টুকু উপার্জন হয় তাতেই কষ্টে- সৃষ্টে সংসার চলতো । এই পেশায় বেশি দিন স্থায়ী হলো না তার, সঞ্চয়ের কিছু অর্থ নিয়ে সুন্দরবন লাগোয়া রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন খেয়া ঘাটের অনতিদূরে ছোট্ট একটি গুমটি । তাতেই কিছু খাবার তুলে বিক্রি করতে করতে অসহায় মানুষ দের ও সেবা-শুশ্রূষায় দেখা যেত । ছোট্ট দোকানে ব্যবসা শুরু করার সুবাদে পর্যটকদের আনাগোনায় তাদেরকে সহযোগিতা করেন ,কোন নৌকায় থেকে নামতে কোন পর্যটক এর অসুবিধা হলে তাদের হাতটি ধরে নামিয়ে নিয়ে গন্তব্য স্থানে পাঠানোর ব্যবস্থা করেন। আবার কিছু মানুষ এই নারীকে দেখে অট্টহাস্য করলেও তিনি ভ্রুক্ষেপ করতেন না। এলাকায় উন্নয়ন নিয়ে বারে বারে বিভিন্ন জায়গায় দরবার করেছেন । সুন্দরবন লাগোয়া কৈখালীর জেটিঘাট আমফান নামক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত সেটি তুলে ধরার জন্য বিভিন্ন সাংবাদিক বন্ধুদের কাছে এবং নিজের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । এমনকি পাবলিক APPএ এই মহিলা বারেবারে খবরে এসেছেন। তিনি কখনো দাবি করেছেন কমিউনিটি টয়লেট, পরিস্রুত পানীয় জলের টিউবওয়েল, বেহাল জেটিঘাট মেরামতের জন্য বারে বারে আহ্বানে তাকে দেখা মিলেছে । আমফানে ক্ষতিগ্রস্ত ও লকডাউনের অসহায় মানুষদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন । তাতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন এলাকায় সাধারণ মানুষের আর্থ সামাজিক দিকটাও তুলে ধরায়, বিভিন্ন প্রান্তের সেচ্ছা সেবিরা অনুপ্রাণিত হয়ে এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন । বিশেষ করে পাবলিক অ্যাপের খবরের জেরে কমিউনিটি টয়লেটের ব্যবস্থা হয়েছে। এমনই মানবিক মহিলার দেখা মিলুক নারী শক্তির এই মাসে।