|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : জ্বর হলেই যেন আতঙ্ক! ফের সামশেরগঞ্জে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামের মোহাম্মদ সাদেক আলী নামে ৬১ বছরের এক ব্যক্তির। পরিবারের লোকজনের দাবি, ডেঙ্গুতে মৃত্যুতে হয়েছে তার। যদিও ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত করানো হয়নি। মৃত্যু রিপোর্টেও ডেঙ্গু উল্লেখ করা হয়নি। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন পাঁচেক থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাদেক আলি নামে ওই ব্যক্তি। প্লেটলেটও যথেষ্ট পরিমাণ ছিল। যদিও রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছিল বলেই দাবি পরিবারের। শনিবার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে সামশেরঞ্জের অনুপনগর হাসাপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার গভীর রাতে মৃত্যু হয় তার। শেষ সময়ে প্লেটলেট ৩০ হাজারের নীচে নেমে এসেছিল বলেও জানিয়েছেন পরিবারের লোকজন। হঠাৎ জ্বরে সাদেক আলী নামে ওই ব্যক্তির মৃত্যুতে সোকের ছায়া নেমে এসেছে এলাকা ও পরিবারজুড়ে। এদিকে এক সপ্তাহের মধ্যেই পাশাপাশি একই পাড়ার দুইজনের মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক আগেই সামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামেরই এক মহিলা অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তার মধ্যেই আবারও অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়াচ্ছে এলাকায়।