শিবরাত্রি উপলক্ষে উৎসবের চেহারা কোচবিহারে, ৬ মার্চ দোল উৎসব উপলক্ষে বিশেষ পুজো

নিজস্ব সংবাদদাতা :শিবরাত্রি উপলক্ষে প্রতিবছর কোচবিহারে উৎসবের চেহারা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি, গত দুইদিন ধরে কোচবিহারের বিভিন্ন শিব মন্দিরগুলিতে শিবের মাথায় জল ঢালা সহ শিবের পুজো অনুষ্ঠিত হয়েছে। জমজমাট শহর কোচবিহার। এদিকে দোল উৎসব উপলক্ষে মদনমোহন মন্দির সেজে ওঠা শুরু করেছে। আগামী ৬ মার্চ দোল উৎসব উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠিত হবে মদনমোহন মন্দিরে। দোল উৎসব উপলক্ষে সেজে উঠেছে রাসমেলা প্রাঙ্গণ। দোল উৎসব উপলক্ষে মদনমোহনের বিগ্রহকে মন্দিরের বারান্দায় টানা ৫ দিন রাখা হবে। যার ফলে সহজেই ভক্তবৃন্দ মদনমোহনের দর্শন করতে পারবেন।