|
---|
নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে রাশিয়া ভয়াবহ আক্রমণ চালায় গোটা ইউক্রেন জুড়ে। এদিন স্থানীয় সময় সকাল আটটা নাগাদ রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের বিভিন্ন প্রান্তে। এই হামলা চালানোর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু করেছে উদ্ধার কার্যবাহিনী।
রাশিয়ার অগ্রাসনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রচুর মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্তত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে, আহতর সংখ্যা ১২ জন।