পাঁশকুড়ায় কুইজ কেন্দ্রের পঞ্চম ইন হাউস রক্তদান শিবির

সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: করোনার সংকটকালে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পঞ্চম ইনহাউস ব্লাড ডোনেশন ক্যাম্পটি মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয়।মোট চব্বিশ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। নিজের জন্মদিন উপলক্ষ্যে সকল রক্তদাতাদের হাতে কুইজ কেন্দ্রের বর্ষব্যাপী সবুজায়ন কর্মসূচির সঙ্গে সাজুজ্য রেখে একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেন কুইজ কেন্দ্রের শুভাকাঙ্ক্ষী পদার্থবিদ্যার বিশিষ্ট শিক্ষক পার্থ প্রতিম সামন্ত । শিক্ষক,ছাত্র ব্যবসায়ী, সরকারি- কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

    রক্তদাতা দের উৎসাহিত করতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া,আলোক মাইতি, হারাধন মনি ,ভার্গব সরকার, কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী শিক্ষক প্রদীপ চক্রবর্তী,পাঁশকুড়া মানবিক দেওয়ালের পক্ষ থেকে শুভাশিস প্রধান ,মৃণাল চক্রবর্তী, মুকুল পাল ,সত্যেন মান্না, ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিনাকী পারিয়াল মহাশয়,অভিজিৎ বেরা মহাশয়, রূপক দাস, সঈফ মহম্মদ প্রমুখ বিশিষ্ট জনেরা। পাশাপাশি ব্লাড ব্যাংকের আধিকারিক বৃন্দ এবং সুপার স্পেস্যালিটি হাসপাতালের সুপার উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিনের রক্তদান শিবির সেনা জওয়ানদের স্মৃতিতে উৎসর্গকরা হয়। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী সমস্ত রক্তদাতা ও সংগঠকদের অভিনন্দন জানিয়েছেন।