গ্রাম্য বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি, উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ:গতকাল শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার মহববতপুর গ্রাম। পুরোনো বিবাদ নিয়ে গ্রামের মহেশ বংশ ও সুলতান বংসের মধ্যে বিবাদ শুরু হয়, পরবর্তিতে বিবাদ রাজনৈতিক আকার ধারণ করে নেই। ঝামেলা দুই বংসের মধ্যে থেকে বাম কংগ্রেস ও তৃণমূলের সাথে জড়িত হয়ে যায়। সকাল থেকেই বোমাবাজি শুরু হয়ে যায় গ্রামে। পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে যায়, গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি থামাতে পারা যায়। পুলিশ গ্রামের প্রতিটা গোলি গোলি গিয়ে সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ জানান সকলেই বাড়িতেই থাকতে অনুরোধ জানান।কালকের সামসেরগঞ্জের এই উত্তেজনায় দুইজন ব্যক্তির গুরুতর আহতর খবর পাওয়া গেছে। পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখনো গ্রামের আতঙ্ক দূর হয়নি। আহতরি হাসপাতালে চিকিত্সা স্বাধীন ।