|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:
অমিতাভ-অভিষেকের পর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনও। চারজনেরই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ। অমিতাভর বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিস বৃহন্মুম্বই পুরসভার।
নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ-অভিষেক দু’জনেরই সংক্রমণ মৃদু। অমিতাভর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে ভালোই ঘুম হয়েছে বর্ষীয়ান অভিনেতার।অন্যদিকে, বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রতীক্ষা, জলসা ও জন্নত বচ্চন পরিবারের এই তিনটি বাংলো জীবাণু মুক্ত করছে বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার তরফে বচ্চন পরিবারের সংস্পর্শে আসা ৩০ জনকে চিহ্নিত করা হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন, এমন নজির নেই। তবে কাজের সূত্রে বাইরে বের হন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।