|
---|
কলকাতা: অবশেষে শুরু হলো কালীঘাট স্কাইওয়াকের কাজ। দক্ষিণেশ্বর স্কাইওয়াক এর কাজ শুরু হওয়ার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কালীঘাটের স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হবে। 2018 সাল থেকে এই বিষয়ে চিন্তাভাবনা করা শুরু হয়েছিল। কিন্তু কিছু অসুবিধার কারণে একটু সময় লাগলো নির্মাণকাজ শুরু হতে একথা জানিয়েছে কলকাতা পুরসভা।
কালীঘাটের মন্দিরে প্রবেশের মুখে রয়েছে কালীঘাট হকার্স কর্নার। সেখানে মোট 184 জন হকারকে হাজরাতে ব্যবসা করবার জন্য জায়গা দেওয়া হয়েছে। সমস্ত কিছু সমস্যা কাটিয়ে কালীঘাট স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়েছে।
রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুরসভার উদ্যোগে এই নির্মাণকাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে বলে জানা গিয়েছে। স্কাইওয়াকে উঠতে দর্শনার্থীরা এসকেলেটার ব্যবহার করতে পারবেন। এইদিকে আবার কালীঘাটের জনপ্রিয় হকার্স কর্নারকে সুসজ্জিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই নির্মাণকার্য সম্পূর্ণ করতে আনুমানিক 80 কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারের ।