|
---|
নিজস্ব সংবাদদাতা :কথা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিলং সফরের প্রথম দিন তিনি ঘোষণা করেছিলেন, অসম পুলিশের গুলিতে নিহত ৫ পরিবার ও আহত দুই পরিবারের পাশে দাঁড়াবেন, আর্থিক সাহায্য করা হবে।
পরদিনই সেই ঘোষণা অনুসারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলংয়ে কর্মিসভা শুরু হওয়ার আগে স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দিলেন চেক।
দলের তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে নিহত ও আহতদের পরিবারকে।
ওই পরিবারগুলোর সদস্যদের সাথে রীতিমত কথা বলেন তিনি সাথে তাদের সমবেদনা জানালেন। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।