কালিতলা উচ্চ বিদ্যালয়কে সাংসদ খলিলুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে চার লক্ষ টাকা আর্থিক অনুদান।

আব্দুস সামাদ জঙ্গিপুর: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সম্মতি নগর গ্রাম পঞ্চায়েতের কালিতলা এল কে উচ্চ বিদ্যালয়ের পরিকাঠামো গত উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে চার লক্ষ টাকা অনুদান তুলে দেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আশরাফুল হক মহাশয়ের হাতে সাংসদ খলিলুর রহমান মহাশয়। গত সেপ্টেম্বর মাসে ২৭ তারিখ কালিতলা উচ্চ বিদ্যালয় ড: এপিজে আবদুল কালাম আজাদ মুক্ত মঞ্চের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান। সেই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্কুলের পরিকাঠামো গত কিছু কাজ বাকি রয়েছে তাই তিনার কাছে আর্থিক অনুদানের সাহায্য চেয়ে আবেদন করেন। সেই আবেদন ক্রমে কথামতো এই দিন অর্থাৎ সোমবার নিজস্ব বাসভবনে সাংসদ খলিলুর রহমান কালিতলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেন। নিজস্ব হাতে চেক পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক মহাশয় বলেন খলিলুর রহমান মহাশয় সাংসদ হওয়ার পাশাপাশি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। ছেলে মেয়েদের পঠন পাঠনের পাশাপাশি সুস্থ বিকাশে তিনি একাধিক স্কুল-কলেজে নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান করে থাকেন। আর্থিক অনুদানের জন্য স্কুল কর্তৃপক্ষ সংসদ খলিলুর রহমান কে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি রঘুনাথগঞ্জ পূর্ব চক্র এস আই অফ্ (প্রাইমারি)স্কুল অফিসের পরিকাঠামো গত উন্নয়নের জন্য আবেদন প্রেক্ষাপটে সংসদ খলিলুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন চেকের মাধ্যমে।