|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আমেরিকায় একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা বীর দাস। তাঁর ‘দ্বৈত ভারত’ মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই নানা মহল সরব হয়েছে এই ইস্যুতে। আর এবার ‘দেশবিরোধী মন্তব্য’ করার অভিযোগ তুলে তাঁর নামে দুটি FIR দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি হয়েছে দিল্লির তিলক মার্গ থানায়। অপর অভিযোগটি মুম্বইতে করেচেন আইনজীবী আশুতোষ দুবে। বিষয়টি নজর এড়ায়নি কঙ্গনা রানাউতেরও। এই ইস্যুতে বীর দাসকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে চরম শাস্তির দাবি জানালেন অভিনেত্রী।
দিন কয়েক আগেই মার্কিন মুলুকে একটি কমেডি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বীর দাস। সেখানে তিনি দর্শকদের সামনে এনেছিলেন ‘দ্বিখণ্ডিত’ ভারতের তত্ত্ব। স্ট্যান্ড-আপ কমেডির মাঝেই বীরকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি আসলে দ্বিখণ্ডিত ভারতের নাগরিক। কেন জানেন? ওখানে দিনে যে নারীদের দেবীরূপে পুজো করা হয়, সেই নারীকেই রাতের অন্ধকারে গণধর্ষণের শিকার হতে হয়।’ জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ানের মুখে এমন মন্তব্য শুনে তাজ্জব হয়ে যান সকলেই। শুরু হয় নানা বিতর্ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় BJP কর্মী-সমর্থকদেরও। নেটপাড়ায় বীরকে টার্গেট করে উড়ে আসে একের পর এক কটাক্ষ। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের এমনতর প্রতিচ্ছ্ববি তুলে ধরায় এবার আইনি জটিলতায় ফাঁসলেন অভিনেতা।
যদিও বিতর্কের মুখে পড়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি জবাবও দিয়েছেন বীর দাস। তাঁর কথায়, ‘আমার পোস্ট করা ইউটিউব ভিডিয়োকে কেন্দ্র করে সম্প্রতি অনেক হইচই পড়ে গিয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, এটি নিছকই মজার ছলে বলা। ভারতে দু’রকম কাজ অনেকক্ষেত্রেই অনেকে করে থাকেন। দেশের মধ্যে ভালো-খারাপ দিক রয়েছে। আর সেটির কোনওকিছুই লুকিয়ে নেই। সকলের কাছেই সবটা স্পষ্ট। আমার ভিডিয়ো পোস্ট করার পেছনে দেশকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। আমাদের দেশ মহান, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সকলেই সেটা বিশ্বাস করি এবং দেশ নিয়ে আমরা গর্বিত। কিন্তু, এটাও অস্বীকার করা যায় না, বাইরের দৃশ্য আর দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘এডিট করা ভুয়ো ভিডিয়োর উপর যেন কেউ ভরসা না করেন। ভারতের মানুষ নিজের দেশকে সম্মান করা, দেশের উপর ভরসা করে। আমিও সেটাই করি। আমিও মনে করি দেশের ভালো দিকগুলি নিয়ে আমাদের গর্ব করা উচিত। ভালোবাসা ছড়িয়ে দেওয়া উচিত।’
বীরের দিকে যখন একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে, তখন তাঁর পাশে দাঁড়িয়েছেন বহু নেটিজেনও। এই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বীরকে ধন্যবাদ জানিয়ে তাঁর টুইট, ‘দু’রকম ভারতের কথা তুলে ধরার জন্য তোমায় ধন্যবাদ। তোমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও দু’রকমের ভারতের থেকে প্রতিক্রিয়া আসছে। একদিকে হাসহাসি হচ্ছে, অপরদিকে পুলিশে অভিযোগ দায়ের হচ্ছে।’