|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা: ২৫/০৫/১৯, শুক্রবার দুপুরে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল শুরাট এ। কোচিং ক্লাসের অনান্য ছাত্ররা আগুন লাগার কারনে লাফ দেয় টক্সশিলা কমপ্লেক্স থেকে। টক্সশিলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটে। সুরত পুলিশের কমিশনার সতীশ কুমার মিশ্র বলেন, “আগুনে কমপক্ষে ১৫ জন মারা গেছে।”
টিভি চ্যানেলে ভিজুয়াল দেখায় ছাত্ররা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা থেকে লাফ দিচ্ছে। একটি অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, ১৯ টি অগ্নিনির্বাপক ও ২ টি হাইড্রোলিক প্ল্যাটফর্মগুলি দিয়ে আগুন আয়ত্তে আনা হয়। এর পাশাপাশি স্থানীয়রাও চার-তলা ভবনটির আটকে থাকা অন্য বাসিন্দাদের উদ্ধার অভিযানে সহায়তা করেন।
অগ্নিকাণ্ড ও ধোঁয়া থেকে নিজেদের রক্ষা করার জন্য চতুর্থ ও তৃতীয় তলায় প্রায় ১০ জন শিক্ষার্থী মাটিতে লাফ দেয়। অনেককে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে।